অস্থির সময়ে নভেম্বরেও রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ২৩:০৭

রাজনৈতিক অস্থিরতা, একের পর এক শ্রমিক বিক্ষোভ, তৈরি পোশাক খাতে উৎপাদন ব্যাহত হওয়ার মধ্যেও দেশের রপ্তানি আয় বেড়েই চলেছে।


অক্টোবরে ২০ শতাংশের পর নভেম্বরেও রপ্তানি আয়ে ১৫ দশমিক ৬৩ শতাংশ প্রবৃদ্ধির তথ্য দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি।


বুধবার সংবাদ সম্মেলন করে সংস্থাটির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন সদ্য সমাপ্ত মাসটিতে চার দশমিক ১১ বিলিয়ন ডলারে পণ্য ও সেবা রপ্তানির তথ্য জানিয়েছেন।


টানা দুই মাসের উত্থানে অর্থবছরের প্রথম চার মাসেও রপ্তানি আয়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে।


জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে মোট রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৭৬ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ৯৯০ কোটি ডলার। আগের বছরের এই সময়ে আয় ছিল এক হাজার ৭৮১ কোটি ডলার।


অথচ পুরো সময়টাই গেছে অস্থিরতার মধ্য দিয়ে। মধ্য জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত সরকার পতন আন্দোলন তো বটেই, এর পরেও শ্রমিক অসন্তোষে তৈরি পোশাক শিল্পে উৎপাদন ব্যাহত হওয়ার খবর আসছে। বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আটকে বিক্ষোভ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও