আগের নির্বাচনে ‘অপরাধ অনেক’, জড়িতদের বিচারের আলোচনাও হয়েছে: বদিউল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ২২:৩৬

আওয়ামী লীগ সরকারের মেয়াদের তিন নির্বাচনে ‘অনেক অপরাধ হয়েছে’ বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।


এসব ’অপরাধের’ সঙ্গে জড়িতদের বিচারের বিষয়ে বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আলোচনা হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, আগের কমিশনগুলো তদন্ত সাপেক্ষে সেসব নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন করতে পারত।


ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার নতুন নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন বদিউল আলম। সুষ্ঠু নির্বাচনের পরিকল্পনা নিয়ে নতুন নির্বাচন কমিশন ও সংস্কার কমিশন ‘একই অবস্থানে’ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।


বদিউল আলম বলেন, “সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর রয়েছে। সংস্কার কমিশনও তাদের অবস্থান থেকে ‘সুচারুভাবে নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন’ করার জন্য নির্বাচন কমিশনকে কিছু প্রস্তাব দেবে। যেগুলো কিছু তারা বাস্তবায়ন করবে। কিছু সরকার করবে। আর কিছু সরকার রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করবে।”


নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংস্কার কমিশনকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, “তবে মতবিনিময়ে অনেক কিছু উঠে এসেছে। আমার মনে হয়েছে ‘উই আর অন দ্য সেম পেইজ’। আমাদের মধ্যে খুব একটা মতপার্থক্য নেই।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও