পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে দ.আফ্রিকার অধিনায়ক ক্লসেন
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষের পরদিনই শুরু পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এই লড়াইয়ে তাই নিয়মিত অধিনায়ক এইডেন মার্করামকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তার অনুপস্থিতিতে সিরিজটিতে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন হাইনরিখ ক্লসেন।
গেবেখায় দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু বৃহস্পতিবার। ম্যাচটির পঞ্চম ও শেষ দিন আগামী সোমবার। পরদিনই শুরু পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ ১৩ ও ১৪ ডিসেম্বর।
সিরিজটির জন্য বুধবার ১৫ জনের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। মার্করাম ছাড়াও মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, কাগিসো রাবাদা ও ট্রিস্টান স্টাবসকে পাবে না দক্ষিণ আফ্রিকা; তারা সবাই লঙ্কানদের বিপক্ষে টেস্ট দলের অংশ।
পাকিস্তানের বিপক্ষে ১৭, ১৯ ও ২২ ডিসেম্বর তিনটি ওয়ানডেও খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই তাদের শেষ সিরিজ। মার্করাম, রাবাদাদের এই সিরিজে পাবে স্বাগতিকরা।