You have reached your daily news limit

Please log in to continue


বিয়ের পর জানলাম স্বামী বহু নারীতে আসক্ত

প্রশ্ন: আমার স্বামী একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়ে পড়ার আগে থেকেই আমরা প্রেম করতাম। ১৩ বছর প্রেম করে তারপর বিয়ে করেছিলাম। অথচ ১৩ মাসও সংসার করতে পারলাম না। পরিবারের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছিলাম। অথচ বিয়ের পর জানলাম, সে বহু নারীতে আসক্ত। আমাদের বিয়ের পর এক মাস পার হতেই বুঝতে শুরু করি, স্বামী কিছু লুকাচ্ছে। কিন্তু একসঙ্গে থাকতে গেলে কি আর এতটা লুকানো যায়!

স্বামীর এক সহকর্মীর সঙ্গে আমারও অনেক দিনের পরিচয়। বেশ আন্তরিক মনে হয়েছিল কথা বলে। কিন্তু এই সহকর্মীর সঙ্গে একাধিকবার অনৈতিক সম্পর্কে জড়িয়েছে আমার স্বামী। সেটা আমি জানতে পারি বিয়ের পরে। সবকিছু ভুলে বিয়ের আগের বিষয় হিসেবে ক্ষমা করতে চেয়েছিলাম। কিন্তু যখন জানলাম, বিয়ের পরও তারা আগের মতো সম্পর্ক চালিয়ে যাচ্ছে, তার পর থেকে মন উঠে গেছে। বিষয়টি ধরা পড়ার পর ভুল হয়ে গেছে বলে স্বামী ক্ষমা চায়।

আরও দুটি মেয়ের সঙ্গে বিয়ের পরও প্রেম করে যেতে থাকে আমার স্বামী। এসব নিয়ে একাধিকবার আলোচনায় যখন কোনো ভালো ফল হলো না, তখন নিজে থেকে সরে আসার সিদ্ধান্ত নিলাম। কিন্তু স্বামী সেটা চায় না। সে বারবার বলে ঠিক হয়ে যাবে, কিন্তু আবার এসবে জড়ায়। শেষে বাচ্চা নেওয়ার জন্য চাপ দিল। কিন্তু আমি সেটায় রাজি ছিলাম না। তাই সে আমাকে জোর করতে থাকে। আমি একটা ছোট চাকরি করি, সেটা নিজের খরচ চালানোর জন্য যথেষ্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন