যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৫
যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এক সপ্তাহ না যেতেই আবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। গত সোমবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় দুটি গ্রামে চালানো এই হামলায় অন্তত ১১ জন নিহতের খবর পাওয়া গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনাচৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর জবাবে তারা পাল্টা হামলা চালিয়েছে। তবে আইডিএফের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। তারা বলছে, আবার লেবাননে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েলই প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ওই হামলায় যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে, তার জবাবে ‘প্রতিরক্ষামূলক সতর্কতা’ হিসেবে ইসরায়েলি একটি সেনাচৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলের মাউন্ট ডোভ এলাকায় চালানো ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আইডিএফ।