এই দুঃসময়ে শিরোপা নিয়ে ভাবতেই চান না গুয়ার্দিওলা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:১৮

কোনো কিছুতেই যেন ভাগ্য বদলাতে পারছে না ম্যানচেস্টার সিটি। একের পর এক ম্যাচে হেরে চলেছে তারা। প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে পিছিয়ে পড়েছে অনেক দূর। কঠিন এই সময়ে অবশ্য লিগ শিরোপা নিয়ে ভাবতেই চান না পেপ গুয়ার্দিওলা। সিটি কোচের এখন একটাই লক্ষ্য, দলকে কক্ষপথে ফেরানো।


প্রিমিয়ার লিগের সবশেষ সাত আসরে ছয়বারই শিরোপা ঘরে তুলেছে সিটি। গত চার মৌসুমের তো টানা চ্যাম্পিয়ন তারাই। এবারও শুরুটা ভালোই হয়েছিল দলটির। কিন্তু হুট করে পথ হারিয়ে ফেলে তারা।


সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৭ ম্যাচে জয়ের দেখা পায়নি সিটি। লিভারপুলের মাঠে গত রোববার ২-০ গোলে হারে তারা। যা ছিল লিগে তাদের টানা চতুর্থ পরাজয়।


ওই হারে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নেমে গেছে সিটি। ১৩ রাউন্ড শেষে তাদের পয়েন্ট ২৩। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে আছে ১১ পয়েন্টে। দুই ও তিনে থাকা আর্সেনাল ও চেলসির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান দুই।


কঠিন এই পরিস্থিতিতে মৌসুম শেষে শিরোপা উঁচিয়ে ধরার স্বপ্ন দেখতে নারাজ গুয়ার্দিওলা। লিগ ম্যাচে বুধবার নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে সিটি। আগের দিন সংবাদ সম্মেলনে দলটির কোচ বললেন, আপাতত শীর্ষ চারে ফেরার লক্ষ্য তাদের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও