ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জাতীয় ঐক্যের ডাক ১২ দলীয় জোটের
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:০৩
ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলা, কর্মকর্তাদের মারধর ও জাতীয় পতাকা পুড়িয়ে ফেলার ঘটনার নিন্দা জানিয়েছে ১২ দলীয় জোট। একই সঙ্গে ভারতীয় হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ এবং ত্রিপুরার সব হোটেলে বাংলাদেশিদের অবস্থান করতে না দেওয়ায় প্রতিবাদ জানায় তারা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে জোটের অস্থায়ী কার্যালয়ে ১২ দলীয় জোটের সভায় নেতারা এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের স্বার্থে অন্তবর্তীকালীন সরকারের ভারতের সামনে নমনীয় ও নতজানু হওয়ার কোনো সুযোগ নেই। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে দুদেশের সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারকে জরুরিভিত্তিতে জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ ও আগ্রাসন বিরোধী সব রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপের আহ্বান জানায় জোটের নেতারা।
- ট্যাগ:
- রাজনীতি
- তীব্র নিন্দা ও প্রতিবাদ