টুপির দাম ২ লাখ ৬০ হাজার ডলার!
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩
একটি টুপির দাম কত হতে পারে? সবারই কমবেশি ধারণ আছে। কিন্তু সেই টুপিটা যদি স্যার ডন ব্র্যাডম্যানের হয়- তাহলে সেটার দাম যে আকাশচুম্বী হবে- তাতে কোনো সন্দেহ নেই। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ব্যাটারের একটি টুপি নিলামে তোলা হচ্ছে। ভারত সিরিজে সেই টুপি পরেছিলেন ব্র্যাডম্যান। নিলামে সেই টুপির দাম ২ লাখ ৬০ হাজার ডলার উঠতে পারে বলে অনুমান করা হচ্ছে।
‘ব্যাগি গ্রিন’ টুপি অস্ট্রেলিয়ানদের জন্য ভীষণ সম্মানের। অস্ট্রেলিয়ার টেস্ট দলের ক্রিকেটাদের সেই টুপি দেওয়া হয়। স্যার ডনের টুপিটি সেই ১৯৪৭-৪৮ মৌসুমের। সেবার সদ্য স্বাধীনতা পাওয়া ভারত গিয়েছিল অস্ট্রেলিয়া সফরে। ওই সিরিজেই উলের ব্যাগি গ্রিন টুপি পরে স্যার ডন ব্র্যাডম্যান ৬ ইনিংসে ১৭৮.৭৫ গড়ে করেছিলেন ৭১৫ রান। তিনটি সেঞ্চুরির সঙ্গে ছিল একটি ডাবল সেঞ্চুরি।