You have reached your daily news limit

Please log in to continue


পড়বি পড়, তাই বলে একেবারে চিফ গেস্টের ঘাড়ে!

সম্প্রতি একটি পুরোনো ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। শুধু ভাইরালই হয়েছে তা-ই নয়, সেটি নিয়ে রীতিমত তোলপাড় পড়ে গেছে, হয়েছে হাসি-ঠাট্টার খোরাক!

ওই ভিডিওতে দেখা যায় যে, পাকিস্তানের একটি অনুষ্ঠানের চিফ গেস্টের ঘাড়ের ওপর এসে পড়ল এক প্যারাগ্লাইডার। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মানুষ হাসাহসিতে ফেটে পড়েছে। 

ভিডিওটি জনপ্রিয় এক্স অ্যাকাউন্ট 'Ghar Ke Kalesh'-এ শেয়ার করা হয়েছে। খালিজ টাইমসের তথ্য অনুযায়ী, ঘটনাটি ২০২৩ সালে গিলগিট-বালতিস্তানের ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ঘটে।

ভিডিওতে দেখা যায়, প্যারাগ্লাইডার তার অবতরণের সময় গতির হিসাব ভুল করায় মাঠে নামার বদলে সরাসরি প্রথম সারিতে বসে থাকা চিফ গেস্টের ওপরেই অবতরণ করে। অদ্ভুত এই কাণ্ডে আশপাশের লোকজন দ্রুত সরে যান এবং কেউ আহত হননি। তবে প্যারাগ্লাইডারকে তার ক্ষতিগ্রস্ত প্যারাশুটের মধ্যে আটকে থাকতে দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন