দেশের বাজারে ২৫০ সিসির নতুন দুটি মডেলের মোটরসাইকেল এনেছে সুজুকি বাংলাদেশ। ‘জিক্সার ২৫০’ ও ‘জিক্সার এসএফ ২৫০’ মডেলের মোটরসাইকেলগুলোয় সুজুকি অয়েল কুলিং সিস্টেম (এসওসিএস) থাকায় যেকোনো রাস্তায় স্বচ্ছন্দে চলা যায়। গতকাল রোববার রাতে রাজধানীর তেজগাঁওয়ে আলোকি কনভেনশন সেন্টারে মোটরসাইকেলগুলোর উদ্বোধন করা হয়। সুজুকি বাংলাদেশের শুভেচ্ছাদূত সিয়াম আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে র্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী, র্যানকন হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারহানা করিম, বিভাগীয় পরিচালক শোয়েব আহমেদ, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এ কে এম তৌহিদুর রহমান, বিপণনপ্রধান আমীন মাহমুদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
You have reached your daily news limit
Please log in to continue
দেশের বাজারে ২৫০ সিসির নতুন দুই মোটরসাইকেল, দাম কত
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন