১৫.৫-১০-৫-৪, অবিশ্বাস্য বোলিংয়ে অনন্য সিলস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৪, ১১:০৭
ক্যারিবিয়ান পেসারদের সবাই কমবেশি ভোগালেন বাংলাদেশকে। তবে জেডেন সিলস যেন হয়ে উঠলেন বিভীষিকা। নিখুঁত লাইন-লেংথে বিরামহীন বোলিংয়ে নাভিশ্বাস তুলে ছাড়লেন তিনি ব্যাটসম্যানদের। শেষ পর্যন্ত তার বোলিং ফিগার যা চেহারা পেল, তা দেখে চোখ ছাড়াবড়া হতে বাধ্য।
জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ১৫.৫ ওভার বোলিং করে ১০টিই মেডেন নেন সিলস। বাকি ওভারগুলোয় রান দেন কেবল ৫। শুধু আঁটসাঁট বোলিংই নয়, চার উইকেট শিকার করে দলের সফলতম বোলারও তিনিই।
তবে মূলত কৃপণ বোলিংয়ের কারণেই তার এই পারফরম্যান্স আলাদা জায়গা পেয়ে গেছে রেকর্ড বইয়ে। সিলস এই ইনিংসে যা করেছেন, এমন কিছুর নজির টেস্ট ইতিহাসে আর নেই।