ঢাকার রাস্তায় নামাজ পড়া ছবিটি কি আতিফ আসলামের?
গত ২৯ নভেম্বর শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়াম মাতিয়েছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নিতেই তার আগের দিন সন্ধ্যায় ঢাকায় পা রাখেন তিনি। এদিকে আজ সকালে হঠাৎ করেই ঢাকার রাস্তায় নামাজ আদায় করার একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। মাথায় কালো ক্যাপ ও মুখে মাস্ক পরা ওই লোকটি আতিফ আসলাম দাবি করে অনেকেই শেয়ার করছেন ছবিটি।
এমন দৃশ্যের জন্য বাহবাও পাচ্ছেন পাকিস্তানি ওই গায়ক। সাধারণ দর্শক ও আতিফ আসলামের ফ্যানরা তো শেয়ার করছেনই ছবিটি শোবিজ অঙ্গনের আরও অনেকেই শেয়ার করছেন। ক্যাপশনে লিখছেন ইতিবাচক সব কথাবার্তা।
জানা যায়, শুক্রবার রাতে স্টেজে ওঠার আগে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ছিলেন এই গায়ক।
সেদিন দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন এই গায়ক। মসজিদে জায়গা না পেয়ে সড়কেই সাধারণ মানুষের সঙ্গে নামাজে দাঁড়িয়ে যান। এখন প্রশ্ন হচ্ছে ভাইরাল হওয়া ওই ভিডিও ছবিটি কি আতিফ আসলামের?
এ প্রশ্নের উত্তর দিয়েছে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশন। প্রতিষ্ঠানটি জানায়, কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ আদায়ের জন্য বের হয়েছিলেন গায়ক।
- ট্যাগ:
- বিনোদন
- জুমার নামাজ
- ছবি ভাইরাল
- আতিফ আসলাম