যুক্তরাজ্যে হাসিনার মিত্রদের ৬ হাজার কোটি টাকার সম্পত্তির খবর গার্ডিয়ানে

বিডি নিউজ ২৪ যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ২০:১৯

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীরা যুক্তরাজ্যে বিলাসবহুল সম্পত্তি কেনার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন বলে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে। গার্ডিয়ান লিখেছে, সেখানকার প্রায় ৩৫০টি সম্পত্তির মধ্যে ছোট ফ্ল্যাট থেকে বৃহৎ অট্টালিকা পর্যন্ত আছে, যেগুলো কিনেছে যুক্তরাজ্য ও অফশোর কয়েকটি কোম্পানি। এসব কোম্পানি বাংলাদেশি কয়েকজন প্রভাবশালী ধনী ব্যবসায়ী ও হাসিনা সরকারের সাবেক দুজন মন্ত্রীর মালিকানাধীন।


দুর্নীতিবিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সঙ্গে ব্রিটিশ সংবাদমাধ্যম অবজারভার অনুসন্ধান চালিয়ে দেখেছে, দুর্নীতির অভিযোগ ওঠা বাংলাদেশি ‘প্রভাবশালী খেলোয়াড়দের’ যুক্তরাজ্যের আবাসন খাতে প্রায় ৪০ কোটি পাউন্ড বা ৬ হাজার ৮০ কোটি টাকা বা তারও বেশি বিনিয়োগ আছে। এ অনুসন্ধান শনিবার গার্ডিয়ান প্রকাশ করেছে।


তবে এসব ব্যক্তির ভাষ্য, অন্তবর্তী সরকার অর্থ পাচারের যে অভিযোগ এনেছে তা তাদের বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ’।


অভিযোগ ওঠা সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে বড় বড় ব্যাংক, ল ফার্ম, এস্টেট এজেন্টসহ যেসব ব্রিটিশ কোম্পানি মোটা অংকের ফি আদায় করেছে, তাদের নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে এই অনুসন্ধানে। বিনিয়োগকারীর অতীত ইতিহাস বা অর্থের উৎস শনাক্তে যুক্তরাজ্যের দুর্বলতা নিয়েও প্রশ্ন উঠেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও