বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি

কালের কণ্ঠ প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ১৯:৩২

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. আতিকুস সামাদ আজ রবিবার এই বিজ্ঞপ্তি দেন। 


এতে বলা হয়েছে, ‘আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত জাজেস লাউঞ্জে বিশেষ সভা অনুষ্ঠিত হবে।’


সাধারণত বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে ফুল কোর্ট সভায় সবার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি। অনেক সময় জরুরি সিদ্ধান্ত নিতেও এ সভা ডাকা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও