মামুনুর রশীদকে অভিনয় থেকে বিরত রাখা ‘গ্রহণযোগ্য নয়’: আনু মুহাম্মদ
মামুনুর রশীদকে শিল্পকলা একাডেমির মঞ্চে অভিনয় থেকে ‘বিরত রাখার সিদ্ধান্ত’ কোনোভাবেই ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ।
তিনি বলেন, "সারাজীবনের ভূমিকা বাদ দিয়ে কারও এক দুই-দিনের কথা বা কাজ দিয়ে সামগ্রিক সিদ্ধান্ত টানা খুবই ভুল।"
শিল্পকলার মঞ্চে অভিনেতা মামুনুর রশীদকে ‘কিছুদিন অভিনয় না করতে’ পরামর্শ দিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এই পরামর্শের পেছনে দেশের ‘বর্তমান বাস্তবতাকে’ কারণ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন তিনি।
এছাড়া এটি কোনো ‘অফিসিয়াল সিদ্ধান্ত নয়’ বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শিল্পকলার মহাপরিচালক।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘তোপের মুখে পড়েন’ জামিল আহমেদ। নাট্যকর্মীদের অনেকেই তার এই আচরণের নিন্দা জানিয়ে সরব হন সোশাল মিডিয়ার পাতায়।
এবার এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন আনু মুহাম্মদ। রোববার সকালে ফেইসবুকে দেওয়া এক পোস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক লেখেন, "মামুনুর রশীদের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি স্লোগানের বিরোধিতা করেছেন, তিনি শিল্পকলা একাডেমি মঞ্চে সুন্দরবনবিনাশী প্রকল্প নিয়ে ‘বাহাস’ এর বিরোধিতা করেছেন।