You have reached your daily news limit

Please log in to continue


আদানিকে নতুন ঋণ দেওয়ায় আরও সতর্ক হবে ভারতের সাত ব্যাংক

ভারতের ব্যাংকগুলো আদানি গোষ্ঠীকে দেওয়া ঋণ পর্যালোচনা করছে। সেই সঙ্গে নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে ভারতের আটটি ব্যাংক। স্টেট ব্যাংক থেকে শুরু করে ভারতের সাতটি ব্যাংক আদানি গোষ্ঠীর কোম্পানিগুলোকে নতুন ঋণ দেওয়ার আগে সবদিক খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।

এই ব্যাংকগুলো হলো ব্যাংক অব ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কানাড়া ব্যাংক, আইডিবিআই ব্যাংক ও আরবিএল ব্যাংক।

যুক্তরাষ্ট্রে গৌতম আদানি ও তাঁর ভাতিজার বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পর মুডিজ ও ফিচের মতো আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা আদানি গোষ্ঠীর একাধিক কোম্পানির ঋণমান হ্রাস করেছে। ফলে বাজার থেকে তাদের পুঁজি সংগ্রহ করা কঠিন হয়েছে। সেই সঙ্গে যুক্ত হলো এবার আটটি ব্যাংক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন