পেনাল্টিতে হ্যাটট্রিক ক্লুইভার্টের, প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড

প্রথম আলো প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ১০:১৫

তিনটি গোল, তিনটিই পেনাল্টি থেকে—নজিরবিহীন এক ঘটনাই দেখল ইংলিশ প্রিমিয়ার লিগ। কাল রাতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে বোর্নমাউথের ৪-২ ব্যবধানের জয়ে এমন হ্যাটট্রিকই করেছেন জাস্টিন ক্লুইভার্ট। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে পেনাল্টি থেকে হ্যাটট্রিক এটিই প্রথম।


শুধু পেনাল্টি গোলের হ্যাটট্রিকেই নয়, রেকর্ড হয়েছে পেনাল্টি আদায়েও। প্রিমিয়ার লিগের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে তিনটি পেনাল্টি জেতার রেকর্ড গড়েছেন বোর্নমাউথ ফরোয়ার্ড ইভানিলসন।

মজার বিষয় হচ্ছে, শনিবার প্রিমিয়ার লিগে পেনাল্টিতে গোল হয়েছে আরও তিনটি। লন্ডন স্টেডিয়ামে ওয়েস্টহামকে ৫-২ গোলে হারানোর ম্যাচে আর্সেনাল পেনাল্টিতে গোল করেছে দুটি, আর ইপসউইচ টাউনের বিপক্ষে নটিংহাম ফরেস্টের ১-০ গোলের জয়টিও এসেছে পেনাল্টি থেকে পাওয়া গোলে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও