দুই উইকেট আর তিন ক্যাচ ছাড়ার দিনে ‘সমানে সমান’ দুই দল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬

কিমার রোচের বলে যখন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হলেন মুমিনুল হক, ধারাভাষ্যকার বললেন, “এই দলের বিপক্ষে উইকেট শিকার করায় সে আসক্ত…।” আদতেই তা-ই। সেই ২০০৯ সালে মূল ক্রিকেটারদের অনুপস্থিতিতে তার অভিষেক। সেই সিরিজেই বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুগিয়ে দুই টেস্টে শিকার করেছিলেন ১৩ উইকেট। এবার মুমিনুলের উইকেট নিয়ে দারুণ এক মাইলফলক তার পূর্ণ হলো। প্রথম পেসার হিসেবে বাংলাদেশের বিপক্ষে ৫০ টেস্ট উইকেট শিকারি তিনিই।


বাংলাদেশ তখন ১০ রানেই হারিয়ে ফেলেছে ২ উইকেট। কিন্তু এরপর খেলা হলো আরও ২৩ ওভারের বেশি। ওয়েস্ট ইন্ডিজ উইকেট নিতে পারল না আর একটিও। সুযোগ যদিও এসেছিল। কিন্তু তিন-তিনটি সহজ সুযোগ হাতছাড়া করেন ক্যারিবিয়ান ফিল্ডাররা। মাঠ ভেজা থাকায় জ্যামাইকা টেস্টের প্রথম দিনে শনিবার খেলা হয়েছে ৩০ ওভার। বাংলাদেশের রান ২ উইকেটে ৬৯।


দুই দফায় জীবন পেয়ে সাদমান ইসলাম অপরাজিত ১০০ বলে ৫০ রানে। একবার জীবন পেয়ে শাহাদাত হোসেন দিন শেষ করেন ৬৩ বলে ১২ রানে।


তিনটি সুযোগের একটি নিতে পারলেও দিনের চিত্র ভিন্ন হতো। তবু দিন শেষে সন্তুষ্টির কথাই বললেন কিমার রোচ।


“আগের দিনই আমরা আলোচনা করেছিলাম, ওদের বিপক্ষে কোথায় বল রাখতে চাই। আমরা চেষ্টা করেছি ওদেরকে সামনের পায়ে চ্যালেঞ্জ জানাতে। চেষ্টা করেছি অফ স্টাম্পের আশেপাশে ওদের পরীক্ষা নিতে। পার্শ্বীয় মুভমেন্ট ছিল, যা কাজালে লাগাতে চেষ্টা করেছি।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও