গঠনমূলক সমালোচনা ইতিবাচকভাবেই নিচ্ছি : শিবির নেতা
চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেছেন, যেকোনো ধরনের সমালোচনা আমরা ইতিবাচকভাবেই নিচ্ছি। গঠনমূলক সমালোচনা হলে সেটি আমাদের জন্য উপকারী হবে। গণমাধ্যমে গঠনমূলক সমালোচনা শিবিরের অব্যাহত অগ্রযাত্রাকে আরও বেশি গতিশীল করবে। সেই জায়গা থেকে গণমাধ্যম এবং সাংবাদিকতা থেকে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি।
শনিবার (৩০ নভেম্বর) নগরের চন্দনপুরা ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের অফিসে আরইসরা ভবনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে সকল গণমাধ্যম কর্মী বিপ্লবের মূল চেতনাকে ধারণ করে স্বাধীনভাবে নিজ নিজ পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। চাকরি বা কোনো প্রতিষ্ঠানের দায়ে নয়, বিবেকের দায়ে কাজ করবেন। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার স্বাধীনতা উপভোগ করতে পারবেন। এই দেশ নানা পথ ও মতের মানুষের। তাই আদর্শিক ভিন্নতা থাকাটা স্বাভাবিক। কিন্তু সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে কারো ভিন্নমত থাকার কথা নয়। আমরা আমাদের ঐক্যের জায়গাগুলোতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পারলে সম্প্রীতির এ দেশ সৌহার্দ্যে-সৌরভে ভরে উঠবে।