সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করবো

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ২০:৪২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেছেন, সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করবো। ৩১ দফা সংস্কার এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করবো। নির্বাচনের আগে জাতীয় ঐকমত্যের ভিক্তিতে নির্বাচনী সংস্কারসহ যে কয়টি সংস্কার দরকার সেটা করতে সময় লাগবে না।


শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


আমীর খসরু বলেন, আজকের এই প্রেক্ষাপটে যেখানে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আবারও ঐক্যবদ্ধ জনতা, ঐক্যবদ্ধ জাতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটাই চিন্তা, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে।


বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচারের দোসররা কিন্তু বাংলাদেশে তাদের কার্যক্রম বিভিন্ন ভাবে শুরু করেছে। কখনও আনসারের বিদ্রোহ, কখনও সংখ্যালঘু, কখনও অটোরিকশার মাধ্যমে, প্রতিনিয়ত বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। স্বৈরাচারকে সরিয়েছি আজ কিন্তু আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও