৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত রাশিফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ২০:১৩

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।


পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।


মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে প্রতিপক্ষ আরও সক্রিয় হয়ে উঠতে পারে। রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ির চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। কর্মক্ষেত্রে কাজের জন্য দেশের বাইরে যেতে হতে পারে। সঙ্গী হবে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সপ্তাহের মাঝদিকে কাজকর্মে নিজের উদ্যোগকে সক্রিয় করুন। এতে করে কাজকর্মে দক্ষতার সাথে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। কর্মসংস্থানের সুযোগ আসবে। সপ্তাহের শেষদিকে সামাজিকভাবে অর্থকরী কোনো ব্যাপারে জড়িয়ে পড়তে পারেন। প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন। আর একটি আকস্মিক উপহারও আসতে পারে।


বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে ব্যবসা ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা যায়। এ সময় কোনো ধরনের বিয়ে সংক্রান্ত যোগাযোগ সমন্বয় ভালো হবে। দলবেঁধে কোথাও বেড়াতে গেলে সাবধানে থাকবেন। যানবাহনে সাবধানে চলাফেরা করবেন। সপ্তাহের মাঝদিকে বিদেশি বা দূরের বন্ধুর মাধ্যমে উপকার পাওয়ার সম্ভাবনা। বিদেশিদের সঙ্গে আমদানী রপ্তানি বৈদেশিক বাণিজ্য চুক্তি ও সংযোগ ভালো করতে পারবেন। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন। কার্য্যক্ষমতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন। কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের কারও সঙ্গে সম্পর্ক প্রগাঢ় হওয়াতে প্রেমে পড়া সম্ভব।


মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে শরীর হঠাৎ খারাপ হতে পারে। কারও সাথে অযথা ঝগড়া বিবাদ হতে পারে। সঙ্গী আপনাকে খুশি করার জন্য সমস্ত প্রচেষ্টা চালাবে। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য আদর্শ সময়। সপ্তাহের মাঝদিকে সব বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। ঝগড়া বিবাদ হতে নিজেকে সরিয়ে রাখুন। সপ্তাহের শেষদিকে এমন একটি সময় যখন রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। সফর ও ভ্রমণ আনন্দ আনবে। অত্যন্ত শিক্ষামূলক হবে। ক্লান্তিকর হলেও লাভজনক হবে।



কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে জীবনকে উপভোগ করার চাহিদা কতটা দেখে নিন। প্রেমময় মেজাজের মধ্যে আছেন, তাই নিজে ও প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন। যদি স্বাস্থ্যের যত্ন না নেন তবে চাপ অনুভব করতে পারেন। সপ্তাহের মাঝদিকে সঙ্গীকে নিয়ে রোমান্টিক ভ্রমণে যান; সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লাভজনক হবে। সপ্তাহের শেষদিকে কাজ করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সমস্যায় পড়তে পারেন।


সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে জমি ও আর্থিক লেনদেনের জন্য ভালো সময়। পুরানো যোগাযোগ ও বন্ধুরা সহায়ক হবে। প্রাণের বন্ধুরা এ সময় আপনার সম্পর্কে চিন্তা করবে। ভালোবাসার জীবন এ সময় সত্যি সত্যি অসাধারণ কিছু বয়ে আনবে। সপ্তাহের মাঝদিকে কোনো অপ্রিতিকর ও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। সপ্তাহের শেষদিকে সঙ্গীর সাথে মিল ঘটানোর পক্ষে এটি ভালো সময়। শুধুমাত্র একটু প্রচেষ্টার সাথে সময়টি সেরা সময় হতে পারে। নতুন কোনো ব্যবসায়ে বিনিয়োগ লাভজনক হবে।


কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে ভাইবোনের কোনো উন্নতিতে আনন্দ পাবেন। উচিত হবে ভূমি সম্পত্তি জমি সংক্রান্ত সমস্যার ওপর নজর কেন্দ্রীভূত করা। পরিবারের জন্য মহান ও উপযুক্ত কিছুতে ঝুঁকি নিন। সপ্তাহের মাঝদিকে প্রেম অপরিমিত সীমাহীন এই কথাগুলো অবশ্য আগে শুনেছেন। তবে এ সময় সেটা উপলব্ধি করতে সক্ষম হবেন। বিশ্বের যত উচ্ছাস আবেগ দুজনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। সপ্তাহের শেষদিকে স্বাস্থ্যের কোনো পরিবর্তন না হলেও সতর্কতা আবশ্যক। যাদের হাঁপানী ও হৃদ-দৌর্বল্য রয়েছে তাদের বিশেষ কষ্ট হতে পারে। নিজের খাদ্য তালিকা নিয়ন্ত্রণের আওতায় রাখুন।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে সময়টি উচ্চ শক্তি সম্পন্ন। আর অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে। দেখা করতে আসা আত্মীয়রা সময়টি দখল করে নিতে পারে। সপ্তাহের মাঝদিকে পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন। জমিজমা সংক্রান্ত বিরোধ মারামারির দিকে এগোবে। বিষয়টি সমাধানের অভিভাবকের সাহায্য নিন। সপ্তাহের শেষদিকে আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ মেজাজ চাঙা করে তুলবে। মিষ্টি ভালোবাসার জীবনে চমকপ্রদ মসলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে অবশ্যই নিজের সমস্যাগুলো নিজে উপলব্ধি করতে হবে আর অগ্রাধিকার ভিত্তিতে লড়াই করতে হবে। রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে বেশি অর্থ উপার্জন করবেন। সপ্তাহের মাঝদিকে সেইসব আত্মীয়দের কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময়ে সাহায্য করেছেন। সপ্তাহের শেষদিকে পরম সুখের সময়। সরাসরি উত্তর না দিলে সহযোগীরা বিরক্ত হতে পারে। সম্পত্তি সংক্রান্ত কারবারে নানাদিক থেকে লাভ এনে দিতে পারে।


ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে টাকা পয়সা লাভ প্রত্যাশা মাফিক হবে না। আর্থিক সীমাব্ধতা এড়াতে বাজেটে আটকে থাকুন। পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছ থেকে সমর্থন পাওয়াতে নতুন উদ্দীপনা ও প্রত্যয়ের সঙ্গে এগোবেন। সপ্তাহের মাঝদিকে করা যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে। তবে অংশীদারদের কাছ থেকে কিছু উল্লেখযোগ্য বিরোধিতার সম্মুখীন হতে পারেন। সপ্তাহের শেষদিকে চমকে দিয়ে ভাই-বোন আপনাকে উদ্ধার করতে আসবে। একে অপরকে খুশি করার জন্য প্রয়োজন সমর্থন করা। আর ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করা।


মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে আশীর্বাদ ও সৌভাগ্য পথে আসায় এবং অতীতের পরিশ্রমগুলো ফল আনায় ইচ্ছাগুলো পূরণ হবে। সেচ্ছায় খরচ করার জন্য এগিয়ে যাবেন না। অন্যথায় খালি পকেট নিয়ে বাড়ি পৌঁছাতে হবে। সপ্তাহের মাঝদিকে পেছনের সারিতে বসে আরাম করুন আর শখে জড়িয়ে থাকুন। যে জিনিস সবচয়ে বেশি উপভোগ করেন, তাই করুন। সপ্তাহের শেষদিকে পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন। বাড়তি পয়সা উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে কাজের জায়গায় কেউ আপনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। তাই চারপাশে কী ঘটছে সেটার প্রতি সজাগ দৃষ্টি রাখুন। ভালোবাসার উচ্ছাসে স্বপ্ন ও বাস্তবতা মিশে যাবে। সপ্তাহের মাঝদিকে আর্থিক সমস্যা গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে। অপ্রয়োজনীয় ভাবনায় শক্তি ক্ষয় না করে সঠিক দিশা নিন। ধ্যান পরিত্রাণ আনবে। সপ্তাহের শেষদিকে আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য একটি আদর্শ সময়। আপনার রসবোধ অন্যদের উৎসাহিত করবে।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে সফর ও ভ্রমণ আনন্দ আনবে। আরও ভালো পেশায় সম্ভাবনাময় গৃহীত সফর বাস্তবায়িত হতে পারে। মোবাইল কর্মক্ষেত্রে ঝামেলার সৃষ্টি করতে পারে, এটি বেশি ব্যবহার করবেন না। সপ্তাহের মাঝদিকে বিবাহিত জীবনে অনেক ভালোমন্দের পর প্রেমে একে অপরে জন্য সূবর্ণ সময় হবে। পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজে সময় দিয়ে জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন। সপ্তাহের শেষদিকে মানসিক বা দৈহিক অবসাদ দেখা দেবে। কোনো বন্ধুর সাথে দেবে মনোমালিন্য। অপ্রয়োজনীয় খরচ আর্থিক অবস্থা খারাপ করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও