![](https://media.priyo.com/img/500x/https://cdn.deshrupantor.net/contents/cache/images/900x505x1/uploads/media/2024/11/29/58fcc7349faf7cecc87b365a23f972c8-6749fb6cca420.jpg?jadewits_media_id=79678)
শীতের পোশাকে শিশুর উষ্ণতা
দেশ রূপান্তর
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৯
শিশুর শীতপোশাকে আরাম ও সুরক্ষা দুটোই দরকার হয়। এর পাশাপাশি যোগ হয়েছে পোশাকটা ফ্যাশনেবল কি না। ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি নন-ব্র্যান্ডে আছে শীতপোশাকের বিপুল বৈচিত্র্য। নানা রংয়ে রঙিন শীতের পোশাকের খবর জানালেন মোহসীনা লাইজু
ডিজাইন বৈচিত্র্য
শিশুদের শীতের পোশাক মোটা সুতি কাপড় ও ফ্লানেল কাপড়ের হলে শিশুরা পরে আরাম পায়। বিশেষ করে উলেন পোশাকের নিচে পাতলা সুতি কাপড়ের ইনার থাকলে আরও ভালো। হালকা শীতে শিশুকে খুব মোটা কিংবা খুব বেশি গরম কাপড় পরানো উচিত নয়। বেশি গরম কাপড় পরালে গরমে ঘেমে ঠান্ডা লাগার আশঙ্কা থাকে।
- ট্যাগ:
- লাইফ
- শীতের পোশাক
- শীতের পোশাকের যত্ন