স্মার্টফোনে স্ক্রিন প্রোটেক্টর ব্যবহারে বড় ক্ষতি হতে পারে
সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না।
এতো কাজের ডিভাইসটির সুরক্ষায় নানান কিছু করে থাকেন। স্ক্রিন প্রোটেক্টর থেকে শুরু করে ব্যাক কাভার। তবে এগুলো স্মার্টফোনকে কতটা সুরক্ষিত করতে পারছে, সেই প্রশ্ন থেকেই যায়। দেখা যায়, স্মার্টফোনে এতে ভালোর চেয়ে ক্ষতিটাই বেশি হয়।
স্ক্রিন প্রোটেক্টর বিশেষ করে কার্ভড স্ক্রিনের জন্য ব্যবহৃত ইউভি-কিওর্ড টেম্পার্ড গ্লাস প্রোটেক্টরের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করছে তারা। এইসব প্রোটেক্টরগুলো এডজ-টু-এডজ কভারেজ প্রদান করে থাকে।
তবে স্মার্টফোন নির্মাতারা সতর্ক করছেন যে, ভুল ইনস্টলেশন অথবা লো-কোয়ালিটি মেটেরিয়াল ব্যবহার করা হলে কার্যকারিতা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। সম্প্রতি স্মার্টফোন নির্মাতা সংস্থা ভিভো এমনই তথ্য জানিয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন
- স্ক্রিন প্রটেক্টর