You have reached your daily news limit

Please log in to continue


জাতীয় দলে ফিরতে যে শর্ত পূরণ করতে হবে শামিকে!

দীর্ঘ এক বছর পর রঞ্জি ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ শামি। এক ম্যাচে নিজের সহজাত ছন্দও দেখিয়েছেন তিনি। এরপর তিনি প্রথম শ্রেণির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট মুস্তাক আলি ট্রফিতে খেলছেন বর্তমানে। অন্যদিকে, ভারত জাতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে মুখোমুখি। এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে হলে নাকি শামিকে কিছু শর্ত দেওয়া হয়েছে।

বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম বলছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ শুরুর আগে থেকেই শামির ভারতীয় স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে আলোচনা চলছিল। তবে সেই সময় ফিটনেস আশানুরূপ না হওয়ায় তাকে বাইরে রেখেই বুমরাহ-কোহলিরা খেলতে যান অজি ভূমিতে। তবে এখনও এই সিরিজে ডাক পেতে নির্বাচকদের কাছে নিজেকে প্রমাণ করতে শামির হাতে এক সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে। 

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী— বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘বোর্ডের মেডিক্যাল টিম শামিকে কখন সবুজ সংকেত দেয় সেটাই দেখার অপেক্ষা। মেডিকেল টিম বিশ্বাস করে যে শামি ম্যাচ খেলতে থাকলে তার ওজন কমবে, যা তার দীর্ঘ সময় ম্যাচ খেলার মতো সহনশীল ক্ষমতাও বাড়বে।’ যদি পরিকল্পনা অনুযায়ী তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, তাহলে ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্ট খেলতে পারবেন এই পেসার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন