এখন ইনস্টাগ্রাম পেজ রিসেট করতে পারবেন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩৯
বিশ্ব জুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। সেলিব্রিটি থেকে শুরু করে পরিচিত অসংখ্য মানুষকে বা পেজে ফলো করছেন। অনেক সময় নিজেদের রেকমেন্ডেশনে যা দেখছেন, তা নিয়ে সন্তুষ্ট থাকেন না ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তবে এবার হয়তো তাদের সেই মুশকিল আসান হতে চলেছে। কারণ তারা শিগগির রিসেট বাটনে চাপ দিতে পারবেন।
মেটা মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের একটা নতুন সুবিধা এনে দিচ্ছে। আসলে এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের এক্সপ্লোর, রিলস এবং ফিড সেকশনে প্রদর্শিত কনটেন্ট ক্লিয়ার করে সবটা রিফ্রেশ করে দিতে পারবেন।