‘পায়ে পড়ি বাঘ মামা!’ মধ্যপ্রদেশের অরণ্যে মুখোমুখি বাঘ ও মানুষ, সাড়া ফেলল ভিডিয়ো
eisamay.com
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩০
‘... তুমি যে এ ঘরে কে তা জানত!’ হীরক রাজার কোষাগারে আচমকা বাঘ মামাকে দেখে গুপী গায়েনের কাঁপা কণ্ঠ থেকে এমন আকুতিই বেরিয়ে এসেছিল। গুপীর গলা দিয়ে তাও তো গান বেরিয়েছিল, আমরা হলে হয়তো ওখানেই ভয়ের চোটে মাথা ঘুরে এক্কেবারে শেষ। কিন্তু বনরক্ষীরা তা পারেন না। বাঘ মামার সামনে ‘পায়ে পড়ি’ বলে কাতর না হয়ে বরং সাহসের সঙ্গে পরিস্থিতি সামলাতে হয় তাঁদের।
এতটা গৌড়চন্দ্রিকার কারণ একটি ভাইরাল ভিডিয়ো। ঘটনাটি মধ্যপ্রদেশের সাতপুর টাইগার রিজার্ভ ফরেস্টের। জঙ্গলের ভিতর দুই বনরক্ষীর সঙ্গে বাঘের মুখোমুখি হওয়ার ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন অনেকে।