জাতীয় ঐক্য গড়ুন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন: ফখরুল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ২১:১৮

সরকার পতনের পর থেকে চলমান ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রয়োজনীয সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে এ আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


বৈঠকে গত কয়েকদিনের সংগঠিত ঘটনাবলীতে উদ্বেগ প্রকাশ করে এসব সমস্যার দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়ার দাবিও দলের পক্ষে থেকে তুলে ধরেছেন তিনি।


এই মুহূ্র্তে জাতীয় ঐক্যকে ‘সবচেয়ে বড় প্রয়োজন’ হিসেবে তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বলেছি যে, আমাদের নির্বাচন যেটা বেশি প্রয়োজন...সংস্কারগুলো যেগুলো প্রয়োজন, সেগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি। এটা অত্যন্ত জরুরি।”


এ দিনের বৈঠকের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, ‘‘সাম্প্রতিক কালের উদ্ভূত পরিস্থিতি বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইসকন পরিস্থিতি, ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা এই বিষয়গুলো নিয়ে দলের পক্ষ থেকে যে উদ্বেগ সেটা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও