আইফোনের নতুন সংস্করণ ‘এয়ার’

যুগান্তর প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ২১:০৭

আইফোন ১৭ এয়ার (বা আইফোন ১৭ স্লিম) চালু নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা দীর্ঘদিনের। আইফোন ১৬ প্লাস মডেলের হতাশাজনক বিক্রির কারণে এ পরিবর্তন আসছে বলে ধারণা করা হচ্ছে। জিএসএম এরিনা।


সাম্প্র্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, আইফোন ১৭ এয়ার আগের চেয়ে আরও বেশি পাতলা হবে। ধারণা করা হচ্ছে, এর পুরুত্ব হবে মাত্র ৫ মিমি. থেকে ৬ মিমি. পর্যন্ত। এটি সত্যিই অত্যন্ত পাতলা একটি স্মার্টফোন হতে চলেছে। বর্তমান আইফোন ১৬-এর পুরুত্ব ৭.৮ মিমি এবং আইফোন ১৬ প্রো-এর পুরুত্ব ৮.২৫ মিমি.। এমনকি ৬.১ মিমি. পুরু আইপ্যাড এয়ারকেও এটি ছাপিয়ে যাবে। 


তবে অ্যাপলের নতুন আইপ্যাড প্রো ৫.১ মিমি. পুরু, এবং আইফোন ১৭ এয়ারও প্রায় একই ধরনের গড়ন পেতে পারে। আইফোন ১৭ এয়ারের পাতলা তা বজায় রাখতে কিছু ফিচার বাদ দেওয়া হয়েছে। এ ডিভাইসে ফিজিক্যাল সিম কার্ডের সমর্থন থাকবে না। একটি মাত্র স্পিকার থাকবে, যা একই সঙ্গে ইয়ারপিস হিসাবেও কাজ করবে। এতে অ্যাপলের নতুন ডিজাইন করা মডেম ব্যবহৃত হবে, যা শক্তি সাশ্রয়ী এবং আকারে ছোট হলেও এতে এমএমওয়েভ সমর্থন থাকবে না এবং ডেটার গতি কোয়ালকম চিপের তুলনায় ধীর হবে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও