You have reached your daily news limit

Please log in to continue


বাবা-মায়ের অভ্যাসের প্রভাব পরে শিশুর উপর, জেনে নিন প্যারেন্টিং টিপস

শিশুরা  অনুকরণপ্রিয়। বাবা-মা কিংবা আশেপাশের মানুষের কাছ থেকেই সে শেখে আচরণ এবং শৃঙ্খলা। ফলে শিশুকে সুশৃঙ্খল করতে চাইলে বাবা-মাকে সচেতন হতে হবে। কেবল বকাঝকা করেই শিশুকে বাগে আনা সম্ভব নয়। জেনে নিন কিছু টিপস।

  • নিয়ম শিশুদের সীমার মধ্যে থাকতে শেখায়। এজন্য মা-বাবার উচিত, বাড়িতেই কিছু নিয়ম তৈরি করে তা নিজেরাও মেনে চলা। এতে শিশুরা যখন আপনাকে নিয়ম মেনে চলতে দেখবে, তখন তারাও আপনার কাছ থেকে একই জিনিস শিখবে।
  • শিশুদের মধ্যে সহানুভূতিবোধ গড়ে তোলা জরুরি। মানুষের সাথে ভালো ব্যবহার করতে শেখান তাদের। বাবা-মাকেও অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে। এতে বড় হয়ে তারাও এই পথে চলবে।
  • শিশুকে ছোট ছোট কাজেও উৎসাহ প্রদান করুন। তাদের কৃতিত্বের প্রশংসা করুন। এতে তারা শৃঙ্খলা অনুসরণ করতে আরও উৎসাহী হবে, তাদের আত্মবিশ্বাসও বাড়বে।
  • জোর করে শিশুদের কিছু করাবেন না। শিশু যদি খেলতে চায় তবে তাকে বলুন সে যতটুকু সময় পড়াশোনা করবে, ঠিক ততটুকু সময়ই খেলতে পারবে।
  • শিশুদের বকাঝকা করবেন না। এতে বরং তারা আরও অবাধ্য হয়ে উঠবে। তাদের ভালোবেসে বুঝিয়ে ভুল শোধরানো জরুরি। এছাড়াও সমালোচনা শিশুদের নিরুৎসাহিত করতে পারে। তাই সমালোচনা করবেন না। বরং কৃতজ্ঞতা প্রকাশ করা শেখান। এতে অন্যদের প্রতি কৃতজ্ঞতা দেখানো কতটা গুরুত্বপূর্ণ, তা তারা বুঝতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন