গোপন চিঠি লিখে বিপদে পড়ছেন না তো?
চিঠি ডট মি অ্যাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে গত কয়েকদিন ধরেই চর্চায় রয়েছে। কারণ নিজের পরিচয় গোপন রেখে মনের কথা প্রকাশ করার এই মাধ্যম সকলের বেশ পছন্দ হয়েছে।
তবে এই অ্যাপেই লুকিয়ে আছে ভয়ংকর বিপদ? ফাঁস হতে পারে আপনার যাবতীয় গোপন তথ্য। এমনকি আপনার সার্চ হিস্ট্রিও চলে যেতে পারে অন্যের হাতে।
অ্যাপটি ডাউনলোড করার সময় শর্তের মধ্যেই লেখা, গ্রাহকদের সামান্য কিছু তথ্য তারা রাখবে। পাশাপাশি প্রয়োজনে অতিরিক্ত তথ্যও তারা নিতে পারে। এদিকে অ্যাপটি যে সুরক্ষিত সে কথাও বলা হয়নি। শর্তের মধ্যে স্পষ্টতই বলা রয়েছে, তথ্য যে সুরক্ষিত সেটা নিশ্চিত নয়।
জানিয়ে দেওয়া হচ্ছে, এটি ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস মোবাইলের ইউনিক আইডিসহ কিছু তথ্য অ্যাক্সেস করতে পারে। পাশাপাশি ব্যবহারকারীর সার্চ হিস্ট্রিও অ্যাক্সেস করতে পারে এই অ্যাপ। ফলত ব্যবহারকারীর তথ্য অন্যের হাতে যেতে পারে যে কোনও মুহূর্তে।