ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে
লেবাননের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ঘোষিত ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি বুধবার সকাল থেকে কার্যকর হওয়ার কথা। তবে ইসরায়েল সতর্ক করে দিয়েছে, যুদ্ধবিরতি হলেও বেসামরিক মানুষজন এখনই যেন বাড়িঘরে ফিরে না যায়। এদিন সকালের প্রতিবেদন অনুযায়ী, বৈরুতের দুটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট আগে আবারও বোমা হামলার খবর পাওয়া গেছে।
তবে এই চুক্তি বজায় থাকলে এটি ইসরায়েল ও ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাবে।
দুই পক্ষের মাঝে চলমান এই যুদ্ধ তীব্র হয়ে ওঠে গত সেপ্টেম্বর মাসে, যখন ইসরায়েল বোমা হামলা বাড়ায় ও সীমিত স্থল অভিযান শুরু করে। এখানে উল্লেখ্য, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ইসরায়েলি বাহিনী আগামী ৬০ দিনের মধ্যে লেবানন থেকে সরে যাবে এবং এই সময়ের মাঝে হিজবুল্লাহর পরিবর্তে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ইসরায়েল
- হিজবুল্লাহ
- যুদ্ধবিরতি