You have reached your daily news limit

Please log in to continue


দুই জেলায় নতুন ডিসি নিয়োগ

রাঙামাটি ও ঠাকুরগাঁও জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন করে নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকরা হলেন মিজ ইশরাত ফারজানা ও মোহাম্মদ হাবিব উল্লাহ। 

বুধবার (২৭ নভেম্বর) এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মিজ ইশরাত ফারজানাকে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং মোহাম্মদ হাবিব উল্লাহকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হলো।

উল্লেখিত দুই কর্মকর্তার পদায়ন অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মিজ ইশরাত ফারজানা এর আগে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। আর মোহাম্মদ হাবিব উল্লাহ ছিলেন অর্থ বিভাগের উপসচিব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন