এনআইডি সেবা নিয়ে এখনো স্বরাষ্ট্র-ইসি রশি টানাটানি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ১৩:০৫
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছে হস্তান্তর এখনো ঝুলে আছে। এজন্য আওয়ামী লীগ সরকারের সময়ে আইন প্রণয়ন, রুলস অব বিজনেস সংশোধন করা হয়। সুরক্ষা সেবা বিভাগের অধীনে খোলা হয় এ সংক্রান্ত অনুবিভাগও। সব আয়োজন সম্পন্ন হলেও বিষয়টি নিয়ে অনিশ্চয়তা কাটছে না।
নতুন আইন বাতিল করে এ সেবা পরিচালনার দায়িত্ব নিজেদের কাছেই রাখার বিষয়ে এখনো অনড় নির্বাচন কমিশন। এজন্য নির্বাচন কমিশনের সচিব রাষ্ট্রপতির কাছে চিঠিও পাঠিয়েছেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন তাদের কাছে এ সেবা থাকা উচিত সেটার পক্ষে যুক্তি দেওয়া অব্যাহত রেখেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- এনআইডি
- এনআইডি সার্ভার
- এনআইডি সেবা