![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-11-26%252F2o8din97%252FEarth.jpg%3Frect%3D0%252C0%252C960%252C640%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
নিজের অক্ষে স্বাভাবিকের তুলনায় বেশি কাত হয়ে ঘুরছে পৃথিবী, কেন
সূর্যের চারপাশে নিজ অক্ষে প্রদক্ষিণ করে থাকে পৃথিবী। তবে সম্প্রতি পৃথিবী স্বাভাবিকের তুলনায় বেশি কাত হয়ে ঘুরছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাঁদের পরিচালিত গবেষণায় দেখা গেছে, অত্যধিক মাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে পৃথিবী ৩১.৫ ইঞ্চি কাত হয়ে পড়েছে। পৃথিবী কাত হয়ে যাওয়ার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৪ ইঞ্চি বৃদ্ধি পেতে পারে। গবেষণাটি জিওফিজিক্যাল রিসার্চ লেটারস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
পৃথিবীর কাত হয়ে হেলে পড়ার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে পানির স্বাভাবিক উপস্থিতি ও অবস্থান বদলে গেছে। যে কারণে পৃথিবীর অক্ষ ৩১.৫ ইঞ্চি বা প্রায় ৮০ সেন্টিমিটার কাত হয়ে গেছে। এই পরিবর্তনের পেছনে মানুষই দায়ী। গত কয়েক দশকে ভূগর্ভস্থ পানি তোলার হার বেড়েছে, এতেই কাত হয়ে গেছে পৃথিবী। অতিরিক্ত মাত্রায় পানি তোলার কারণে গ্রহের স্বাভাবিক ঘূর্ণনে পরিবর্তন আসছে। এতে সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক গতিতেও বাধা তৈরি হচ্ছে।