নিরাপত্তা উদ্বেগের পরও রিকল সুবিধার প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করল মাইক্রোসফট, তবে...
প্রথম আলো
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ১৮:৪১
গত ১৮ জুন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটযুক্ত কোপাইলট প্লাস পিসি ল্যাপটপ কম্পিউটারে ‘রিকল’সুবিধা ব্যবহার করা যাবে বলে জানিয়েছিল মাইক্রোসফট। কিন্তু রিকল সুবিধা কয়েক সেকেন্ড পরপর স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি স্ক্রিনশটের তথ্য এআইয়ের মাধ্যমে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে পারায় উদ্বেগ প্রকাশ করেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা।
তাঁদের মতে, রিকল সুবিধাটি ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন করে নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। নিরাপত্তা নিয়ে ব্যবহারকারী পর্যায়ে উদ্বেগ তৈরি হওয়ার পর বেশ কিছু পরিবর্তন এনে অবশেষে রিকল সুবিধার প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। প্রাথমিকভাবে সীমিতসংখ্যক কোপাইলট প্লাস পিসি ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে