![](https://media.priyo.com/img/500x/https://cdn.jugantor.com/assets/news_photos/2024/11/26/Untitled-1-67453b613d03e.jpg)
আড়াই বছরের মধ্যে বিয়ে করতে পারবেন না উর্বশী, মুখ খুললেন অভিনেত্রী
যুগান্তর
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ১০:২২
বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ হিসেবে পরিচিত উর্বশী রাউতেলা। একাধিকবার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনে ঘেরা থাকলেও, তার পুরুষ অনুরাগীর সংখ্যা কখনো কমেনি। এর আগে ক্রিকেট তারকা ঋষভ পাণ্ডের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল, যদিও উর্বশী এ বিষয়ে কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এখন সেই গুঞ্জনের মধ্যেই উর্বশী নিজেই জানালেন, আগামী আড়াই বছর তিনি বিয়ে করার কোনো পরিকল্পনা করছেন না।
উর্বশী জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তার এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত নয়। এখন আমার কাটনি যোগ চলছে। ‘কাটনি যোগ’ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না।