You have reached your daily news limit

Please log in to continue


ইউরো এশিয়া চলচ্চিত্র উৎসবে 'নির্বাণ'

ইউরো এশিয়া আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবের সপ্তদশ আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা 'নির্বাণ'। উৎসবে প্রতিযোগিতা বিভাগে সিনেমাটি চূড়ান্ত হয়েছে।

রোববার শুরু হওয়া এ উৎসব চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নিয়েছেন ‘নির্বাণ’ পরিচালক আসিফ ইসলাম।

উৎসবের ভেন্যু কাজাখস্তান থেকে আসিফ ইসলাম গ্লিটজকে বলেন, "উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলাম সেটা দারুণ এক অভিজ্ঞতা। আজ উৎসবের দ্বিতীয় দিন 'নির্বাণ' সিনেমার প্রদর্শনী রয়েছে। উৎসবে ১১টি দেশের ১১টি সিনেমা প্রতিযোগিতা বিভাগে লড়বে। কাজাখস্তানের মত জায়গায় বাংলাদেশি সিনেমার প্রদর্শন, এই অনুভূতি সত্যিই রোমাঞ্চকর।"

চলতি বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৬তম আসরে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতে নেয় 'নির্বাণ'।

আনোয়ার হোসেনের গল্প ও চিত্রনাট্যে ‘নির্বাণ’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি। আরও অভিনয় করেছেন ফাতেমা তুজ জোহরা, ইমরান মাহাথিসহ কয়েকজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন