You have reached your daily news limit

Please log in to continue


আইপিএল নিলামের আগেই দল পেয়েছেন যেসব ক্রিকেটার

অপেক্ষার পালা শেষ। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আইপিএলের মেগা নিলাম আয়োজন। আজ (রোববার) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে জমজমাট এই নিলাম। 

এবারের আসরের জন্য রিটেনশনের নতুন নিয়ম চালু করেছিল আইপিএল কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী– আগের আসরে খেলা স্কোয়াড থেকে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে নিলামের আগে রাখা যাবে সর্বোচ্চ পাঁচজনকে। বাকি একজনকে নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) কার্ডের মাধ্যমে আবারও দলে নেওয়া যাবে।

এ ছাড়া ছয়জনের মধ্যে অন্তত একজন (সর্বোচ্চ দুজন) ক্রিকেটারকে আনক্যাপড (আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি বা পাঁচ বছর আগে অবসর নিয়েছেন) হতে হবে। রিটেনশনের জন্য আলাদা দামও ঠিক করে দেওয়া হয়। ধরে রাখা ক্রিকেটারদের জন্য সবমিলিয়ে খরচ করা যাবে সর্বোচ্চ ৭৫ কোটি রুপি। এই পাঁচ ক্যাপড ক্রিকেটারের প্রথম জনের দাম ১৮ কোটি, দ্বিতীয় জন ১৪ কোটি, তৃতীয় জন ১১ কোটি টাকা, চতুর্থ জন ১৮ কোটি টাকা এবং পঞ্চম জনের দাম ১৪ কোটি টাকা। প্রত্যেক আনক্যাপড ক্রিকেটার ধরে রাখতে খরচ করতে হবে ৪ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন