বৈরুতে ইসরায়েলের অতর্কিত হামলায় নিহত ১৫, ক্ষুব্ধ অধিবাসীরা

বিডি নিউজ ২৪ লেবানন প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ১২:১১

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের জোরদার হামলার মধ্যে রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে বড় ধরনের এক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।


বিবিসি জানায়, শনিবার বৈরুতের ওই এলাকার মানুষজনকে কোনও সতর্কবার্তা না দিয়েই ইসরায়েল অতর্কিতে এই হামলা চালায়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে স্থানীয় অধিবাসীরা।


ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই এলাকার একটি ভবনে ঊর্ধ্বতন এক হিজবুল্লাহ নেতাকে হত্যা করতেই ভোর চারটার দিকে এ হামলা চালানো হয়।


গোটা নগরী জুড়েই হামলার উত্তাপ অনুভূত হয়েছে। জনবহুল বাস্তা এলাকায় ধ্বংস হয়েছে অন্তত ৮ তলা একটি আবাসিক ভবন।


হামলায় ইসরায়েল বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করেছে। এতে গভীর গর্ত তৈরি হয়। হামলার কয়েক ঘণ্টা পরেও বৈরুতে বিস্ফোরকের তীব্র গন্ধ পাওয়া যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও