ফ্রোজেন শোল্ডারের কারণ

প্রথম আলো প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ১৪:১১

কাঁধে ব্যথার অন্যতম একটি কারণ, রোটেটর কাফ সিনড্রোম, যার একটি অংশ হলো ফ্রোজেন শোল্ডার। রোটেটর কাফ সিনড্রোমের অংশগুলো হলো ফ্রোজেন শোল্ডার, সুপ্রাস্পাইনেটাস টেন্ডিনাইটিস, বাইসেপস টেন্ডিনাইটিস, ইম্পিঞ্জমেন্ট টেন্ডিনাইটিস ও ক্যালসিপিক টেন্ডিনাইটিস।


৪০ থেকে ৬০ বছর বয়সে এ রোগ বেশি হয়ে থাকে। যেসব রোগ বা অবস্থার সঙ্গে এ রোগের সম্পর্ক আছে, সেগুলো হলো—হৃদ্‌রোগ, পক্ষাঘাতগ্রস্ততা, থাইরয়েডের সমস্যা, হাইপারলিপিডেমিয়া। অস্ত্রোপচারের পর, যেমন নিউরোসার্জিক্যাল অপারেশন, ডায়াবেটিস ইত্যাদি।


ফ্রোজেন শোল্ডারের সঠিক কোনো কারণ জানা নেই। এতে ফাইব্রোব্লাস্টিক প্রোলিফারেশন হয়, যা রোটেটর কাফ ইন্টারভেলে জমে বা কোরাকো এক্সোমিওন লিগামেন্ট ও অ্যান্টেরিওর লিগামেন্টে জমে। এতে ফাইব্রোসিস হয়ে লিগামেন্ট কন্ট্রাচার হয়। এ কারণে শোল্ডার মুভমেন্ট বাধাগ্রস্ত হয়ে ব্যথা হয়। অনেক সময় রোগী শোল্ডার জমে গেছে বলে অভিযোগ করেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও