থামল ৪৫ বছরের পথচলা, সোলস ছাড়লেন নাসিম আলী খান
সোলসের বয়স হলো ৫১ বছর। তার মধ্যে ৪৫ বছর ব্যান্ডটির সঙ্গে আছেন নাসিম আলী খান। কনসার্টে বা মঞ্চে যাঁরা সোলসের গান শুনেছেন, তাঁরা নিশ্চয়ই নাসিম আলী খানের কণ্ঠে শুনেছেন ‘ব্যস্ততা’, ‘চায়ের কাপে’, ‘মুখরিত জীবন’, ‘সাগরের প্রান্তরে’। সোলসের ইংরেজি সব গানেও কণ্ঠ দিতেন তিনি। এখন থেকে সেই সোলসে আর তাঁকে দেখা যাবে না। গতকাল বুধবার দুপুরে প্রথম আলোকে সোলসে না থাকার খবরটি নিজেই নিশ্চিত করেছেন নাসিম আলী খান। এরপর পার্থ বড়ুয়ার সঙ্গে কথা হলেও তিনি জানালেন, ‘নাসিম ভাই আমাদের সঙ্গে নেই।’
বছরখানেক ধরেই দেশে ও দেশের বাইরের কোনো মঞ্চে নাসিম আলী খানকে দেখা যাচ্ছিল না। ভক্তরাও ধোঁয়াশার মধ্যে ছিলেন। ব্যান্ড সদস্যদের সঙ্গে একাধিকবার কথা হলেও এ বিষয়ে মুখ খোলেননি তাঁরা। এর মধ্যে ঢাকার উত্তরা ক্লাবের একটি অনুষ্ঠানে এককভাবে গান গেয়েছেন নাসিম আলী খান, যে অনুষ্ঠানের পোস্টারে তাঁর নামের পাশে লেখা ছিল ‘সোলসের প্রধান গায়ক’। সেই আয়োজনে সোলসের অন্য সদস্যরা ছিলেন না। এরপরও বিষয়টি নিয়ে এত দিন পরিষ্কার করে কিছুই বলছিলেন না সদস্যরা। অবশেষে গতকাল নাসিম আলী খান জানালেন, সোলসে তিনি আর নেই। তবে ব্যান্ডে না থাকলেও এককভাবে গান গেয়ে যাবেন। কারণ, গান তাঁর রক্তে মিশে আছে।
- ট্যাগ:
- বিনোদন
- ব্যান্ড দল
- ছেড়ে দেওয়া