বিপিএলে বাকির খাতা বন্ধ হবে কবে

প্রথম আলো প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ০৯:০১

বিপিএলে এবার সিনে–তারকাও থাকছেন। শাকিব খান, দেশের এক নম্বর ফিল্ম স্টার। তবে তিনি থাকছেন কেবলই একটি ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষে, নইলে ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের ১১তম আসরের সার্বিক পরিকল্পনায় থাকবে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ মস্তিষ্কের ছাপও। টুর্নামেন্টের জৌলুশ নিশ্চয়ই বাড়বে এসবে।


ফারুক আহমেদের নতুন বিসিবির নতুন বিপিএল অনেক নতুনত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। বোর্ড সভাপতি ফারুক এই আশ্বাসও দিয়েছেন, বিপিএল বিতর্কের জঞ্জালমুক্ত হবে। পরশু মুঠোফোনে আরও একবার আশার কথা শুনিয়ে বলেছেন, ‘বিপিএল নিয়ে আমরা সঠিক পথে এগোচ্ছি। এবার প্রধান উপদেষ্টা তাঁর অলিম্পিক অভিজ্ঞতা নিয়ে আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। বিপিএলে অনেক ব্যতিক্রম ও নতুনত্ব দেখতে পাবেন সবাই।’

টুর্নামেন্টের আর্থিক বৈষম্য দূর করার দিকে বিশেষ দৃষ্টি আছে বোর্ড সভাপতির। খেলোয়াড়দের বকেয়া শোধ থেকে শুরু করে এবার আম্পায়ার–স্কোরারদের টাকাও নাকি বাড়বে। ভালো মানের ধারাভাষ্যকার আনা হবে, এমনকি লিগের মাঝপথে টুর্নামেন্টের বাইলজ বদলাবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ফারুক।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও