সিটি কলেজ সরিয়ে দেওয়ার দাবি ঢাকা কলেজের
কালের কণ্ঠ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ২২:১০
ঢাকা সিটি কলেজকে বর্তমান অবস্থান থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা কলেজ অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। এ সময় মোট ৯টি দাবি জানান তারা।
আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ ক ম রফিকুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ এ কে এম ইলিয়াস এবং অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও পুলিশ প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা।
সহ ৯ দফা দাবি জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা কলেজ অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
লিখিত বক্তব্যে নয় দাবি জানানো হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিক্ষার্থী
- দাবি
- ঢাকা সিটি কলেজ