You have reached your daily news limit

Please log in to continue


পিতৃত্বের শক্তিতে টান টান উত্তেজনার থ্রিলার ‘স্লিপলেস নাইট’

‘স্লিপলেস নাইট’ ২০১১ সালে মুক্তি পাওয়া ফ্রেঞ্চ থ্রিলার-অ্যাকশন ঘরানার একটি সিনেমা। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভিনসেন্ট (টমার সিসলে), একজন পুলিশ অফিসার। যখন একটি মাদক চোরাচালান চুক্তির কারণে অপরাধীরা তার ছেলেকে অপহরণ করে, ছেলেকে বাঁচাতে ভিনসেন্টকে যেতে হয় একটি বিশাল এবং বিপজ্জনক নাইটক্লাবে। সেখানে এক রাতের মধ্যেই শুরু হয় প্রচণ্ড উত্তেজনা, চরম বিপদ, এবং নৈতিকতার টানাপোড়েন।

কি করবে ভিনসেণ্ট এই এক রাতে? আদৌ সে পারবে তার ছেলেকে বাঁচাতে এবং মাদক ঠিকভাবে পৌঁছে দিতে!

ফ্রেডরিক জারডিন সিনেমাটিকে এমনভাবে পরিচালনা করেছেন, যা প্রতি মুহূর্তে টানটান উত্তেজনা তৈরি করে। পুরো গল্পটি একটি নাইটক্লাবের ভেতরে ঘটলেও, এর সাসপেন্স এক মুহূর্তের জন্যও দূর্বল হয় না। চিত্রনাট্যে ভয় এবং আবেগের ভারসাম্য এত নিখুঁত যে- তা দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখে। রান্নাঘরের তুমুল অ্যাকশন দৃশ্যটি যেমন বাস্তবসম্মত, তেমনি শ্বাসরুদ্ধকর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন