ইসরায়েল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে নিঃশর্ত ক্ষমা চাইল অস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ১৬:০৩
ঘটনার পর পেরিয়ে গেছে পাঁচ মাসের বেশি সময়। ঘটনার বিস্তারিত প্রকাশ্য করা হয়নি। তবে সেই ঘটনায় ইসরায়েল ক্রিকেট অ্যাসোসিয়েশনর কাছে ক্ষমা চেয়েছে অস্ট্রিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপের আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচের আগের ঘটনা সেটি। গত ১০ জুন ইতালির রোমে হয়েছিল ম্যাচটি।
মঙ্গলবার আইসিসির বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় ‘কেউ আঘাত পেয়ে থাকলে বা কোনো অপরাধ হয়ে থাকলে’ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছে অস্ট্রিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন।
ঘটনার বিস্তারিত উল্লেখ করা হয়নি বিবৃতিতে। তবে ঘটনার পর অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে ‘দ্রুত ব্যবস্থা’ নিয়েছে অস্ট্রিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনে এবং আচরণবিধি অনুযায়ী তাকে শৃঙ্খলাভঙ্গের সাজা দেওয়া হয়েছে বলে জানানো হয়।
- ট্যাগ:
- খেলা
- টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ক্ষমা চাওয়া