কেন সঞ্চয় করবেন, কীভাবে সঞ্চয় করবেন?

কালের কণ্ঠ প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ২০:১৮

সঞ্চয় করার অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে তোলা জরুরি, কারণ এটি ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। বয়স অনুযায়ী সঞ্চয়ের ধরন এবং লক্ষ্য ভিন্ন হতে পারে। এখানে প্রতিটি বয়সে কীভাবে সঞ্চয় করবেন এবং সঞ্চয়ের কিছু সহজ বুদ্ধি তুলে ধরা হলো:


২০-এর দশক: সঞ্চয়ের প্রথম ধাপ


কেন সঞ্চয় করবেন: এই বয়সে সাধারণত ক্যারিয়ার শুরু হয়, দায়িত্বও কম থাকে। তাই ছোট ছোট অঙ্কেও সঞ্চয় শুরু করলে ভবিষ্যতে তা বড় মুনাফায় পরিণত হবে।


কীভাবে সঞ্চয় করবেন: মাসিক আয়ের ১০-১৫% সঞ্চয় করুন। হেলথ ইমার্জেন্সি ফান্ড এবং ইমার্জেন্সি সেভিংস ফান্ড তৈরি করুন। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করতে পারেন, কারণ তরুণ বয়সে ঝুঁকি নেওয়া সহজ। ধার-দেনা এড়িয়ে চলুন এবং বাজেটের মধ্যে খরচ করুন।


৩০-এর দশক: প্রতিষ্ঠার পথে সঞ্চয়


কেন সঞ্চয় করবেন: এই বয়সে পরিবার এবং বাড়ি কেনার মতো বড় দায়িত্ব চলে আসে। ভবিষ্যতের জন্য পরিকল্পনা ও সঞ্চয় বাড়াতে হবে।


কীভাবে সঞ্চয় করবেন: মাসিক আয়ের ১৫-২০% সঞ্চয় করতে চেষ্টা করুন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে নজর দিন, যেমন সঞ্চয়ী বন্ড বা পেনশন স্কিম।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও