আর্থ কোপাইলট নামের এআই টুল আনছে নাসা, যে সুবিধা পাওয়া যাবে
মাইক্রোসফটের সহযোগিতায় আর্থ কোপাইলট নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল তৈরি করেছে নাসা। কৃত্রিম বুদ্ধিমত্তা টুলটি কাজে লাগিয়ে পৃথিবীবিষয়ক বিভিন্ন তথ্য বর্তমানের তুলনায় আরও দ্রুত জানা যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি। শুধু তা–ই নয়, নাসার তথ্যভান্ডারে থাকা পৃথিবীবিষয়ক বিভিন্ন গবেষণার ফলাফলও জানা যাবে।
নাসার তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা টুলটির মাধ্যমে পৃথিবীকে নিয়ে করা বিভিন্ন গবেষণার তথ্য আরও কার্যকরভাবে বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে। মাইক্রোসফটের সহযোগিতায় তৈরি টুলটি চ্যাটবটের জটিল উত্তর সরল করার পাশাপাশি ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে পারবে। নাসার বিশাল তথ্যভান্ডারের সঙ্গে ব্যবহারকারীদের সংযোগ স্থাপনেও কাজ করবে নতুন টুলটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা টুলটির বিষয়ে মাইক্রোসফটের স্বাস্থ্য ও সরকারি খাতের শিল্পবিষয়ক করপোরেট ভাইস প্রেসিডেন্ট টাইলার ব্রাইসন জানিয়েছেন, প্রযুক্তিগত কারণে অনেকেই নাসার তথ্যভান্ডার ব্যবহার করতে চ্যালেঞ্জের মুখে পড়েন। গবেষকদের তথ্য বিশ্লেষণ ও বিন্যাসের জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন হয়। এআই টুলটির মাধ্যমে নাসার বিশাল তথ্যভান্ডার কাজে লাগিয়ে সহজে বৈজ্ঞানিক তথ্য জানা যাবে।