সারদায় ৪০তম ব্যাচের এএসপি-এসআই ক্যাডেটদের কুচকাওয়াজ স্থগিত
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ব্যাচের এএসপি ক্যাডেটের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবার স্থগিত করা হয়েছে।
পাশাপাশি ৪০তম এসআই ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে।
সারদা পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন) তারিক বিন রশিদ সাংবাদিকদের বলেন, অনিবার্য কারণবশত সহকারী পুলিশ সুপার (এএসপি) ক্যাডেটদের ২৪ নভেম্বরের কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। এছাড়া ৪০তম ব্যাচের এসআই ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে, যা ২৬ নভেম্বর হওয়ার কথা ছিল।
পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “পৃথক দুটি চিঠিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবীশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআইদের কুচকাওয়াজ স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। কুচকাওয়াজের পরবর্তী তারিখ পরে জানানো হবে।”
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে