যাচাই-বাছাই ছাড়াই কিছু বলে বেড়ানোর স্বভাব যে কারণে নিন্দনীয়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ১২:১১

আমরা সারাদিন কতকিছু শুনি, দেখি, অন্যের কাছ থেকে জানি। জেনে অন্যকে জানাই । শোনা, দেখা, অন্যকে জানানোর এই প্রক্রিয়ায় একজন মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যকে জানানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। কোনো কিছু শুনেই অন্যকে জানানো এবং নিশ্চিতভাবে অন্যকে বলা কোনো মুমিনের কাজ নয়। অন্যকে বলা ও জানানোর ক্ষেত্রে তাড়াহুড়া করা উচিত নয়। এতে মিথ্যা কথা বা সঠিক নয় এমন তথ্য ছড়ানোর সম্ভবনা রয়েছে।


কোনো কিছু না জেনে ছড়িয়ে দেওয়াকে হাদিসে মিথ্যাবাদীর কাজ বলে চিহ্নিত করা হয়েছে। হজরত হাফস ইবনু আসিম রা. বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—


কোনো ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে তাই বলে বেড়ায়। (মুসলিম শরিফ)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও