You have reached your daily news limit

Please log in to continue


একদিনে দেখতে পারেন বরিশালের যেসব দর্শনীয় স্থান

নদী, খাল আর প্রাকৃতিক সৌন্দর্যসমৃদ্ধ জেলা বরিশাল। শুধু তাই না, বরিশালকে বলা হয় প্রাচ্যের ভেনিস। কীর্তনখোলা নদীর তীরে গড়ে ওঠা এ শহরে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। 

হাতে যদি সময় থাকে মাত্র একদিন, তবুও ঘুরে দেখতে পারেন বরিশালের কয়েকটি দর্শনীয় স্থান।

অক্সফোর্ড মিশন বা লাল গির্জা

বরিশাল শহরের একদম প্রাণকেন্দ্র বগুড়া রোডে অবস্থিত অক্সফোর্ড মিশন চার্চ। বিশাল দৃষ্টিনন্দন এই গির্জায় শহরের যেকোনো জায়গা থেকে হেঁটেই যাওয়া যায়। 

বজ্রমোহন কলেজ ক্যাম্পাস

অক্সফোর্ড মিশন চার্চ ঘুরে হেটে অথবা রিকশায় যাওয়া যেতে পারে বিএম কলেজ মানে বজ্রমোহন কলেজে। এ কলেজে কবি জীবনানন্দ দাশের অনেক স্মৃতি রয়েছে।

লাকুটিয়া জমিদার বাড়ির

বরিশালের ঐতিহ্যবাহী স্থাপনাগুলির মধ্যে লাকুটিয়া জমিদার বাড়ি অন্যতম। এটি শহর থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত। বজ্রমোহন কলেজ ঘুরে জনপ্রতি ৪০ টাকা ভাড়ায় ৩০ মিনিটে অটোরিকশায় এখানে যাওয়া যায়।

বারো আউলিয়ার দরবার

লাকুটিয়া জমিদার বাড়ি ঘুরে বরিশাল শহরে এসে খানিকটা বিশ্রাম নিয়ে যেতে পারেন বারো আউলিয়ার দরবারে। শহর থেকে এর দুরত্ব ২১ কিলোমিটার। দরবারটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। অটোরিকশা বা বাসে এক ঘণ্টা থেকে পৌনে এক ঘণ্টায় এখানে আসা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন